fbpx

প্রতিদিন ঘর বাড়ি পরিস্কার-পরিছন্ন রাখা একটি অপরিহার্য কাজ। কেমিক্যাল ব্যবহার করে পরিস্কার করতে গিয়ে ঘটতে পারে নানান দুর্ঘটনা। তাই সহজেই হাতের কাছের জিনিস দিয়েই কিভাবে কম খরচে ও প্রাকৃতিক উপায়ে আপনার ঘরবাড়ি ও আসবাবপত্র পরিস্কার-পরিছন্ন রাখবেন তার কিছু হ্যান্ডিটিপস তুলে ধরছি।

লেবুঃ

লেবু হল এমন একটি উপকরণ যা আমাদের সবার বাড়িতেই মোটামুটি সবসময় থাকে। আর এই লেবু থাকা মানেই আপনার বাড়ির অধিকাংশ জিনিস পরিস্কার করার কোনও ঝামেলাই নেই। লেবু শুধু শরবত হিসেবেই ব্যবহার হয় না ,এটা খুব  ভাল একটা প্রাকৃতিক ক্লিনজার।লেবুর মধ্যে অ্যাসিড থাকায় খুব সহজেই লেবুর সাহায্যে চিটচিটে পদার্থ, তেলচিটে ভাব বা কোনও কঠিন দাগও তোলা অনেকটা সহজ হয়।লেবু শুধু শরবত হিসেবেই ব্যবহার হয় না ,এটা খুব  ভাল একটা প্রাকৃতিক ক্লিনজার।

ব্যাবহারঃ

১। কাটিং বোর্ড এর উপরে দাগ তুলতে এবং জীবানুমুক্ত করতে লেবুর রস পানির সাথে মিশিয়ে একটি ব্রাশের সাহায্যে দাগযুক্ত স্থানে ঘষুণ, দাগ চলে যাবে।

২। কাপড়ের উপরের কঠিন দাগ তুলতে লেবুর রস লাগিয়ে সারা রাত রেখে দিন,পরের দিন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড় কে আরও বেশি সাদা করতে ১/২ কাপ লেবুর রস ডিটারজেন্ট এর সাথে মিক্স করুন, ব্যাস সাদা কাপড় হয়ে যাবে আরও ধবধবে সাদা।

৩। লেবুর সাথে কিছু লবন যোগ করলে দ্রবণটি আরও শক্তিশালী হবে যা কোন ধাতব জিনিসের জং তুলতে সাহায্য করে।

এছাড়াও প্লাস্টিকের খাবার বোতল এর দু্রগন্ধ দূর করতে মিশ্রণটি ব্যাবহার করতে পারেন।

৪। রান্না ঘরের বেসিন ও লেবু দিয়ে পরিস্কার করুন। লেবুটিকে ২ ভাগে ভাগ করে তাতে লবন মিক্স করে স্ক্রাব করুন ও গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেকিং সোডাঃ

আমরা অনেকেই বেকিং সোডা অহরহ ব্যবহার করি। বেকিং সোডা যেটা খাবার সোডা হিসেবে ব্যবহার হয় সেটার অনেক উপকারিতা রয়েছে ।এটা দারুন একটা ক্লিঞ্জার যা নিমিসেই আপনার বাড়ি পরিস্কার করবে।

ব্যাবহারঃ

১। ২ টেবিল চামচ বেকিং সোডা ১ চামচ পানির সাথে মিক্স করে একটা টুথব্রাশ দিয়ে ঘষলে জং উঠে যাবে।

২। খোলা প্যাকেট ফ্রিজে রাখলে ফ্রিজের দুরগন্ধ দূর হবে। এটি পানির সাথে মিক্স করে আপনার অপরিছন্ন চা চামচ ,থালা বাসন, ব্রাশ ইত্যাদি ডুবিয়ে রাখুন, দেখবেন নিমিসেই ঝাকঝাকে হয়ে যাবে।

৩। চা এবং কফির কঠিন দাগ দূর করতে ১/২ কাপ ভিনেগারের মধ্যে চা-কফির কাপ ৩০ মিনিট ডুবিয়ে রাখুন, ধুয়ে শুকিয়ে ফেলুন। দাগ চলে যাবে।

৪।এটি যেহেতু এন্টি ব্যাক্টেরিয়া হিসেবে কাজ করে তাই আপনার বেড রুম বা বাথ রুম এর মেঝে জীবানু মুক্ত করতে এর জুড়ি নেই।

৫। গ্যারেজের মেঝে পরিস্কার করতে ভেনিগার এবং পানির পেস্ট মাখিয়ে সারা রাত রেখে পরের দিন একটা পুরোনো ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

অলিভ ওয়েলঃ

অলিভ অয়েলের উপকারিতা কমবেশি সবার জানা। দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে আমরা এই তেল ব্যবহার করে থাকি। শুধু রূপচর্চা বা স্বাস্থ্য পরিচর্যায়ই নয়, অলিভ ওয়েল ন্যাচারাল ক্লিঞ্জার হিসেবে বহুল পরিচিত। 

ব্যাবহারঃ

১। অলিভ ওয়েল এর সাথে কিছু লবন মিক্স করে আপনার লেদারের আসবাবপত্রে ব্যবহার করুন। লেদার আসবাবপত্র থেকে এটি খুব সহজেই ময়লা বের করে আনে এবং দাগ দূর করে।

২। যদি এর সাথে কিছু লবন যোগ করা হয় এটি উড পলিসার হিসেবেও দারুণ কাজ করে। কাঠের ফার্নিচার চকচকে রাখতে চাইলে কাপড়ে দু-এক ফোটা অলিভ অয়েল লাগিয়ে ফার্নিচার গুলো মুছে নিন।

৩। মোমদানীতে মোম বাতি জ্বালালেই মোম গলে আটকে যায়। এই সমস্যা থেকে মুক্তি দেবে অলিভ অয়েল।

৪। স্টেইনলেস স্টিলের থালা বাসন চকচকে করতে অলিভ অয়েল ব্যবহার করুন। স্টেইনলেস স্টিলের যেই অংশে দাগ পরে গিয়েছে সেই স্থানে কিছুক্ষন অলিভ অয়েল ঘষে নিলে অনায়েসেই দাগ উঠে যায়।

৫। অনেক সময় কাঠের দরজা খুলতে বা বন্ধ করতে ক্যাচ ক্যাচ শব্দ হয়। এই শব্দ দূর করতে কাঠের দরজার জয়েন্টে কয়েক ফোটা অলিভ অয়েল লাগিয়ে নিন। দরজার বিরক্তিকর শব্দ চলে যাবে।

ভিনেগারঃ

ভিনেগার এক ধরনের তরল পদার্থ। মাংস রান্না, আচার কিংবা সালাদ বানানো ইত্যাদি অনেক কিছুতেই ভিনেগার ব্যবহার করা হয় অহরহ। রান্না ছাড়াও বিভিন্ন গৃহস্থালি কাজে কিংবা কোনো কিছু পরিষ্কার করতেও ভিনেগার ব্যবহার করা হয়।

ব্যাবহারঃ

১। ভিনেগারের ন্যাচারাল এসিড ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং এর এসিড এতটাই শক্তিশালি যে মরিচার কঠিন দাগ তুলতে এর জুড়ি নেই। 

২। ডিসওয়াস করতে ডিসওয়াসের মধ্যে ১/২ কাপ ভিনেগার যোগ করুন, থালাবাসন ঝকঝকে হবে।

৩। ড্রেন অথবা যেকোন পাইপ পরিস্কার করতে পরিমান মাতো ভিনেগার দিন। ৩০ মিনিট পরে থান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪। যে কোন আয়না পরিস্কার করতে ১ কাপ ভিনেগার পানির সাথে মিক্স করে ধুয়ে ফেলুন। পুরনো ছাতা ধরা দেয়ালের দাগ দূর কর‍তে আক্রান্ত স্থানে ভিনেগার স্প্রে করুন, শুকানোর জন্য কিছুক্ষণ সময় দিন তারপর ধুয়ে ফেলুন।

৫। রুম থেকে খারাপ দুরগন্ধ দূর করতে আপনি একটা বালতিতে ১ কাপ ভিনেগার মিক্স করে রুমে রেখে দিলেই সব দুরগন্ধ চলে যাবে। এছাড়াও কারপেট এবং মেঝে পরিস্কার উজ্জল করতে ১ কাপ ভিনেগার ১ বালতি পানিতে মিক্স করে ব্যবহার করুন।

টিপসগুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *